মানবতা
গুমরে কাঁদে
ভ্রষ্টাচারী নষ্টদের ফাঁদে
তারুণ্য জড়ায় ধ্বংসের বিবাদে,
লাশের প্রতীক্ষায় শকুনেরা উড়ে আজাদে;
গোঙানির শব্দে আহাজারির মানুষ সভ্যতার অবসাদে।

কাটে
অস্থির সময়
কখন হবে জয়
অস্ত্রের খেলায় বেড়েছে ভয়,
তারুণ্যের আজ বেঘোরে মৃত্যু হয়;
আহত সময় থমকে করেছে জীবনের পরাজয়।

আকালের
এমনই দিনে
প্রেমিক বিষণ্ণ মনে
ভেসে যায় প্রেম প্লাবনে,
অমানিশার অন্ধকার ছেয়ে আছে গগনে;
রক্তিম ভোরের প্রতীক্ষায় প্রহর গুনে আনমনে।

প্রতীক্ষার
নব জাগরণে
নিপীড়িত সমাজ পরিবর্তনে
বিকশিত হবে তারুণ্যের উন্মাদনে,
এবার জমবে মিছিল স্লোগানের গর্জনে;
প্রভাতের নতুন সূর্যটা উঠবে সুনীল গগনে।