কেউ
ডাকেনি কাছে
বত্রিশ বসন্ত গেলো
কেউ বাঁধেনি মায়ার বাঁধনে,
কেউ বলেনি ওগো শ্রান্ত পথিক;
আপন কোলে মাথা রেখে জিরিয়ে যেও।

বিষাদের
নিখিল তিমিরে
রক্তরাঙা যুগল পায়ে
এতোটা পথ পাড়ি দিলাম,
কেউ বলেনি ওগো কষ্ট মানব;
একটু এসে সুখের পরশ নিয়ে যেও।

আজন্ম
তৃষার বহ্নিশিখা
উন্মত্ত বক্ষের অন্তরালে
নীরবে শুধু জ্বলেই গেলো,
কেউ বলেনি ওগো বিদগ্ধ যুবক;
সবুজ ভোরে যুগল হাতে শিশির মেখো।

দিন
চলে যায়
শুধু আশায় আশায়
কষ্ট মাখা বিষাদের ছোঁয়ায়,
আপন আলোয় কেউ ডাকেনি কাছে;
বত্রিশ বসন্ত গেলো, কেউ ডাকেনি ভালবেসে।