সময়
থমকে গেছে
চার দেয়ালের অন্ধকারে
মুক্তির প্রতীক্ষায় কাটছে প্রহর,
স্মৃতির পাতায়ও ধূলি জমে আছে;
জীবন থেমে গেছে ধরার বন্দি কারাবাসে।

তুমি
কি এখনো
পথ চলতে চলতে
দেবদারুর নিচে তাকিয়ে দেখো,
আড্ডারই ছলে ছেলেটি বসে থাকতো;
এখনো কি তাকে হৃদয়ের ক্যানভাসে আঁকো?

কতদিন
দেখিনি সূর্যটাকে
নীল আকাশের বুকে
দেখিনি বিহঙ্গদের উড়ে চলা,
আলোহীন অন্ধকারে ডুবে আছে সব;
একদিন দুইদিন করে ছুটছে মৃত্যুর সময়।

তুমি
কি এখনো
আমায় ভেবে ভেবে
যুগল নয়নের জলে ভাসো,
নিদ্রাহীন অসীম শূন্যতায় আপন মনে;
এখনো কি রাতের আকাশে জ্যোৎস্না দেখো?