চৌদিকে
শকুনের দল
ধ্বনিছে উন্মত্ত কোলাহল
শিকারের সন্ধানে নির্ভীক অবিরল,
ছুটন্ত অভাগাদের রক্তে রাঙে পদতল;
জীবন করেনি ক্ষমা মিলেনি চিতারও অনল।
সর্বত
জমেছে অয়োমল
পরিণামে রাষ্ট্রযন্ত্র অচল
বাঁচার সকল আকুতিই বিফল,
শোষণের আঘাতে বাড়ে নিরীহের কতল;
বাতাসে লাশের গন্ধ ভাসমান মুমূর্ষু ধরাতল।
ক্ষুধার
জ্বালায় বিশৃঙ্খল
অবগুণ্ঠিত নারীরাও বিচল
জঠরের জ্বালায় জ্বলে অনর্গল,
সাধনার ধন শরীরেরও করে হাতবদল;
জীবনের রঙ মুছে দেয় ধূসরিমার তুষানল।
পাষাণের
রুদ্র করতল
বর্ষণে ঝরে রক্তজল
শহরের বুকেও নামে ঢল,
রোখবার সময় এসেছে রুদ্র অমঙ্গল;
কঠোর হস্তে দমন করার আনো মনোবল।