আমার
ঘুম ভাঙতে
অনেক দেরি হয়
মুখের উপর জল ছিটিয়ে,
খুব ইচ্ছে করে কেউ বলুক;
‘এই উঠো অনেক বেলা হয়ে গেছে।’

আমার
নখের নিচে
অনেক ময়লা হয়
নখের যন্ত্র হাতে নিয়ে,
খুব ইচ্ছে করে কেউ বলুক;
‘এসো তোমার ভয়ঙ্কর নখগুলো কেটে দেই।’

আমার
সন্ধ্যা হতেই
চায়ের তেষ্টা হয়
চায়ের কাপ হাতে নিয়ে,
খুব ইচ্ছে করে কেউ বলুক;
‘এই নাও গরম গরম চা খাও।’

আমার
রাতে ফিরতে
অনেক দেরি হয়
যুগল চোখে মায়া নিয়ে,
খুব ইচ্ছে করে কেউ বলুক;
‘আজ তোমায় এতো ম্রিয়মাণ লাগছে কেন?’