ওরে
তুই একবার
চক্ষু খুইলা দেখ্
অর্থে ডুইবা থাকিস্ নারে,
যে লোকটা রাস্তায় ভিক্ষা করছে;
তোর অর্থ কোন একদিন তারই ছিলো।
তার
ঘর ছিলো
কৃষির জমি ছিলো
বউ ছিলো সন্তান ছিলো,
ছোট্ট রঙিন সুখের সংসার ছিলো;
তোরই শোষণে সে আজ নিঃস্ব হলো।
শোষণের
সৃষ্ট অভাবে
সে ঘর হারালো
উর্বর কৃষির জমি হারালো,
অভাবের তাড়নায় বউও চলে গেলো;
অমানিশার অন্ধকারে জীবনের রঙ মুছে গেলো।
ঠিক
এই ভাবেই
কতো স্বপ্ন ভাঙে
ঝরে কতো জীবনের গান,
জীবন করেনা ক্ষমা, হয় পরাজয়;
পুঁজিবাদের শোষণে ক্ষুদ্র আরও ক্ষুদ্রতর হয়।