এই
শহর যখন
ঘুমিয়ে পড়বে নিশীথে
একরাশ স্নিগ্ধতা ছড়িয়ে এসো,
জ্যোৎস্নার জলে ভেসে জলকেলি খেলবো;
খেলাচ্ছলে তোমার লজ্জাবতী যৌবন স্পর্শ করবো।

যদি
তুমি আসো
তোমার ভীরু দুচোখ
উষ্ণতার অধরে ছুঁয়ে যাবো,
আমার যৌবন তোমাকে স্পর্শ করবে;
ছুরির মতো বিঁধে থাকবো তোমার পাঁজরে।

যদি
তুমি আসো
অধরে অধর ছোঁয়াবো
বক্ষের যুগল উপকূল ছুঁয়ে,
ঝাঁপিয়ে পড়বো সমুদ্রের আগুন জলে;
নিবিড় আলিঙ্গনে হবো সভ্যতার আদিম মানব।

এই
শহর যখন
জেগে উঠবে সুপ্রভাতে
একরাশ সুখের পরশ নিয়ে,
উড়ন্ত বিহঙ্গের মতো ডানা মেলে;
পরমানন্দে ফিরবো দুটি পাখি আপন নীড়ে।