কেউ
বুঝে না
অথচ একলা দিনে
মাথায় বাজে শূন্যতার বীণ,
আজ শুধুই মন খারাপের দিন;
অথচ একলা দিনে কেউ দেখে না।

আমিও
যে মানুষ
কেউ বুঝে না
আমারও কিছু কান্না আছে,
আছে ফেরারি স্মৃতির বিস্তীর্ণ জমিন;
আঁখি খোলা তবু জীবনটা কতো কঠিন।

দিন
কেটে যায়
সেই পথের আশায়
হাঁটবো কবে রঙিন দিশায়,
ভাবতে ভাবতেই বেলা বয়ে যায়;
কবে যাবো অচিনপুরে একলা হেঁটে পায়।

এখন
আমার শূন্যতারা
খেলা করে সারাবেলা
নিথর প্রাণে দ্রোহের খেলা,
নারীর স্পর্শও কাছে টানে না;
অথচ একলা দিনে কেউ দেখে না।