কতোটা
কষ্ট দিবে
যতোটা পারো দাও
বিগত অনেক কষ্ট আছে,
নাহয় যোগ হবে তার সাথে;
কষ্টের জমা পাথর ভাঙে না আঘাতে।

ঝরা
তুষার কষ্টের
হৃদয়ে জমে জমে
শুভ্রতার রঙে বরফ হয়,
উষ্ণতা ছাড়া বরফ গলে না;
গলে না অনন্ত কষ্টের জমাট হৃদয়।

ছোট
কিছু ভুল
খুঁজি যার মানে
যদি বন্ধ করো দুয়ার,
আমি মেনে নিবো তা অনায়াসে;
স্মৃতির দুয়ারে কড়া নাড়বো না অবসাদে।


কষ্ট
দিবে দাও
ধারণ করবো হৃদয়ে
বিগত অনেক কষ্ট আছে,
নাহয় লালন করবো তার সাথে;
কষ্টের জমা পাথর ভাঙে না আঘাতে।