ওরা
বুঝে গেছে
কতোটা অসহায় তুমি
এতো আঘাত এতো মৃত্যু,
ওদের কীইবা আসে যায় তাতে;
ওদের চাই পাহাড় সমান প্রতুল ক্ষমতা।

কণ্ঠস্বর
নীরব রাখলে
হৃদয়ে আঘাত লাগে
বললে আঘাত আসে শরীরে,
শরীরের আঘাত সেরে যায় ঔষধে;
হৃদয়ের আঘাত সারবে কোন্ অলৌকিক ঔষধে?

প্রেমের
আগুনে পুড়েছো
সেই বহুদিন আগে
এখন পুড়ছো রাজনীতির আগুনে,
আর কতোটা পুড়লে বোধোদয় হবে?
নাশকতার ক্ষুধানলে যেদিন অজস্র প্রাণ হারাবে!

ওরা
বুঝে গেছে
কতোটা অসহায় তুমি
তাই জিজ্ঞাসু তোমার আর্তনাদে,
জ্বালিয়ে পুড়িয়েই যদি মারবে এভাবে;
তবে কেনো প্রহসনের নগ্ন ভোটাধিকার দিলে?