আজন্ম
তৃষার অন্তরে
পলাতক আমি দেশান্তরে
কাটছে জীবন মরুর প্রান্তরে,
নিখিল বিষের জ্বালা ছুটছে নিরন্তরে;
একা একা ঘুরি ফিরি শূন্যতার তেপান্তরে।
যতোই
হোক যাতনা
একটুও কেঁদো না
অযথাই বাড়াইও না বেদনা,
সময়ের বাঁধন যতোই করুক ছলনা;
আমি আবার আসবো ফিরে ভেবো না।
কখনো
নিশির শয়নে
মনেপড়ে যদি আনমনে
তুমি চুপিসারে যেও উঠোনে,
রূপালি চাঁদের জ্যোৎস্নার নিবিড় আলিঙ্গনে;
অনাবিল প্রশান্তির ছোঁয়া পাবে হৃদয়ের গহিনে।
আমি
আসবো ফিরে
অগণিত মানুষের ভিড়ে
আমাকে ফিরে পাবে অচিরে,
অবিরাম আনন্দ বইবে সুখের নীড়ে;
আমার যতো স্বপন সবই তোমায় ঘিরে।