ভালোবাসা
কতোটা অনাবিল
একবার ভালোবেসে দেখো
একবার তোমার কোমল হাত,
আমার বক্ষের জমিনে রেখে দেখো;
কতোটা হিমায়িত হয়ে আছে হৃদয়ের নীলাচল।

একবার
যদি ভালোবাসো
আত্মহারা হবো আমন্ত্রণে
বুকের বিরানভূমির বিমূর্ত আবেগে,
মুহূর্তেই ভেঙেচুরে লণ্ডভণ্ড করে দিবো;
হৃদয়ে জমানো বিগত কষ্টের নীল পাথরগুলো।

একবার
যদি ভালোবাসো
হৃদয়ের বিবর্ণ কানন
রক্তিম করে দিবো অনায়াসে,
সুদূর বেবিলনের শূন্য উদ্যানের মতো;
হৃদয়ে গড়ে নিবো নিবিড় ভালোবাসার পুষ্পোদ্যান।

একবার
যদি ভালোবাসো
ছুটন্ত ট্রেনের গতিতে
পৌঁছে যাবো তোমার দ্বারে,
আসার পথে ঝিনুকের গর্ভ থেকে;
তোমার জন্য তুলে আনবো একাত্তরটি মোতি।