কঠিন
হয়েছি তাই
মুক্ত আমার আকাশ
হাজার হাজার বছর ধরে,
ধরণীর বুকে দুজনার অতৃপ্ত বসবাস;
সৃষ্টের পালনে আমি, তুমি করো সর্বনাশ।

কখনো
তুমি ঘূর্ণিবায়ু
প্রকৃতি দিয়েছে অধিকার
তুমি নিমেষেই করো ধ্বংস,
আমি অনায়াসে করি তার প্রতিকার;
প্রশান্তি আনি আমি, তুমি করো অবিচার।

যতনে
গড়ি আমি
তুমি ভাঙো উল্লাসে
ভাঙা গড়ার খেলা আমাদের,
প্রলয়ের এই লড়াই প্রমিত বারোমাসে;
কখনো থাকি আমি, কখনো তুমি পরবাসে।

তোমার
ঐ সর্বনাশা
নারকীয় ধ্বংসের খেলা
চিরতরে বিলীন করবো এবার,
যতটুকু করেছো অর্জন এই বেলা;
আমি করবো জয়, তুমি ভাসাবে ভেলা।