পলকে
চমকিয়ে বারবার
হৃদাকাশ উঠে ঝলকে
যখনই ঘণ্টা বাজে দরজার,
এই বুঝি এলে উদ্ভ্রান্ত অলকে;
মিলনের সুখে আর একবার মুখোমুখি বসবার।

সেই
কবে অভিমানে
যন্ত্রণা দিবে বলেই
চলে গেলে সুদূর নির্বাসনে,
সেদিন থেকেই মন ভালো নেই;
নিত্যদিনই একবার মরি ব্যর্থ প্রেমের দহনে।

দ্বিখণ্ড
করে প্রেমাকাশ
দিয়েছো নিঠুর দণ্ড
তোমার ভাগে সুখেরই বিকাশ,
আমার ভাগে এখনও প্রেম অখণ্ড;
দিবানিশি আবেগের অনলে তারই যেনো বহিঃপ্রকাশ।

অবসরে
শূন্যতার প্রহরে
চিন্তার লাগাম ধরে
বুঝেছি তা এতদিন পরে,
যে কাঁচ ভেঙে যায় অনাদরে;
লাগেনা জোড়া, মানুষ যতোই চেষ্টা করে।