ওরে
হারামখোরের দল
আর কতকাল চুষবি
চুষতে চুষতে অর্থ নিলি,
বাকি রইলো যে মায়ের গয়নাগাটি;
সেগুলোও নিবি নে, নিয়ে কবরে যাস।

ওরে
হারামখোরের দল
আর কতকাল চুষবি
চুষতে চুষতে গয়না নিলি,
বাকি রইলো যে বাপের বসতবাড়ি;
সেটাকেও নিবি নে, নিয়ে কবরে যাস।

ওরে
হারামখোরের দল
আর কতকাল চুষবি
চুষতে চুষতে বাড়ি নিলি,
বাকি রইলো যে পরাণ পাখি;
প্রাণটাও নিবি নে, যদি আনন্দ পাস।

ওরে
হারামখোরের দল
আর কতকাল চুষবি
চুষতে চুষতে প্রাণটাও নিলি,
বাকি রইলো যে শ্মশানের ছাইগুলি;
সেগুলোও নিবি নে, বিক্রি কইরা খাস।