যখন
কাউকে ভালবাসবে
অমানিশায়ও জ্যোৎস্না দেখবে
ভাদ্রমাসে বসন্তের বাতাস বইবে,
প্রণয়ের সাগরে মৃদুল ঢেউয়ে ভাসবে;
হৃদয়ের জমিনে হরেক রঙের ফুল ফুটবে।

যখন
ছেড়ে যাবে
আলোতেও অন্ধকার দেখবে
বসন্তকালে বৈশাখীর ঝড় বইবে,
কষ্টের সাগরে উত্তাল তরঙ্গে ভাসবে;
হৃদয়ের জমিন বেদনায় চৌচির হয়ে ফাটবে।

যখন
কাউকে ভালবাসবে
সবকিছু প্রেমময় লাগবে
মনের আকাশে ঘুড়ি উড়বে,
যুগল নয়নে স্বপ্নেরা আলিঙ্গন করবে;
পথের ক্লান্তি শেষেও প্রশান্তির হাসি থাকবে।

যখন
ছেড়ে যাবে
সবকিছু বিষাদময় লাগবে
মনের আকাশে শূন্যতা উড়বে,
যুগল নয়নে বেদনার অশ্রু ঝরবে;
অচেনা পথিকের মতো পথে পথে ঘুরবে।