কোজাগরী
নিস্তব্ধ নগরে
কে বাঁজায় বাঁশরী
করুণ সুরে হৃদয় কেড়ে,
কে ডাকে মায়ায় নিত্য বিভাবরী?
ব্যাকুলতায় উদাসী মন থাকে না ঘরে!
নিদ্রাহীন
প্রতিটি রাতে
হৃৎকমল হলে মলিন
প্রদীপ জ্বেলে যুগল হাতে,
খুঁজে খুঁজে ক্লান্ত বুকের জমিন;
তবুও সে দেয়নি ধরা লুকোচুরি খেলাতে।
দরদিয়া
বাঁশরী বাঁজাও
কে তুমি বাঁশরিয়া
একবার এসে ধরা দাও,
দিবানিশি অনলে জ্বলে যে মন;
বিজনে কাঁদিয়ে বলো কি সুখ পাও?
শয়নে
নিশির স্বপনে
বাঁধলে কোন্ বাঁধনে
পল্লব ছুঁয়ে একান্ত গোপনে,
প্রণয়ের যে ফুল ফোটে হৃৎকাননে;
ঝরে না আজীবন, ঝরে অশ্রু দুনয়নে।