যাবে
যাবে তুমি
স্বপ্নের সেই স্বপ্নপুরী
জ্যোৎস্নার চাদরে সাজাবো তোমায়,
মাথায় পরাবো বনস্পতির পল্লব মুকুট;
স্বপ্নচারিণী যাবে তুমি স্বপ্নের সেই স্বপ্নপুরী?
রক্তিম
গোধূলির রঙে
সযত্নে সাজাবো তোমায়
চোখে পরাবো শিশিরের কাজল,
চন্দন আলপনায় এঁকে দিবো ললাট;
যুগল অধর রাঙিয়ে দিবো রক্তজবার রঙে।
যাবে
যাবে তুমি
স্বপ্নের সেই স্বপ্নপুরী
গ্রীবায় দিবো বনফুলের মালা,
লতার নূপুর পরাবো যুগল পায়ে;
স্বপ্নচারিণী যাবে তুমি স্বপ্নের সেই স্বপ্নপুরী?
যুগল
হাতে পরাবো
সফেদ শাঁখের চুড়ি
নিবিড় আলিঙ্গনে জড়িয়ে বুকে,
দুনয়নে দেখবো তোমায় দীর্ঘ রজনী;
স্বপ্নচারিণী যাবে তুমি স্বপ্নের সেই স্বপ্নপুরী?