যদি
তুমি চাও
আমি হবো নদী
সেথায় যতোই হাবুডুবু খাও,
হবে না কখনো জলের অনুপদী;
ভাসিয়ে রাখবো যদি তুমি ডুবে যাও।

জলকেলি
খেলবো দুজনে
প্রণয়ের দ্বার মেলি
দুলবো ধীরে ঢেউয়ের দুলনে,
কপোলের উপর যুগল বাহু ফেলি;
অস্থিরতা মিটাবো দুজন অমৃত সুধার মিলনে।

তুমি
যদি হও
আমার একান্ত ভূমি
সঙ্গী যদি চিরদিনের রও,
ফিরেও দেখবো না অন্যের জমি;
জড়িয়ে রাখবো আদরে যতক্ষণ তুমি সও।

কৌশলে
মনের অনুবলে
রজনী নিঝুম হলে
বীজ বুনবো সুখের অনলে,
প্রণয়ের জলে যেখানে ফসল ফলে;
প্রেমের পূর্ণতায় সভ্যতার জন্ম নেয় ধরাতলে।