অঝোরে
পুষ্পবৃষ্টি ঝরে
পুলকিত এই অন্তরে
যখনই তুমি রহস্যময়ী অধরে,
মুচকি হেসে ইঙ্গিতে ডাকো অন্দরে;
আমি পাগল ছুটে আসি তোমারই ঘরে।
যতনে
যুগল নয়নে
আলতো অধরের চুম্বনে
জড়িয়ে ধরি নিবিড় আলিঙ্গনে,
তুমি ছিটকে দাঁড়াও উষ্ণতার চয়নে;
নূপুর পায়ে ছুটে বেড়াও অস্থির আনমনে।
পলকে
হিয়ার ঝলকে
বাঁধা পড়ো ফটকে
আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরি ছলকে,
মুখ লুকাই তোমার সুবাসিত অলকে;
দুজনার হৃদাকাশে যেনো বিজলী উঠে চমকে।
প্রণয়ে
উষ্ণতার বলয়ে
অগ্নিগিরির জীবন্ত প্রলয়ে
অনুভবে দুজন স্বর্গীয় সময়ে,
যেনো নীলিমায় উড়ছি নিবিড় তন্ময়ে;
সুখের পরশে অজানাকে জানি অবাক বিস্ময়ে।