দুরন্ত
ঘূর্ণি ঘুরছে
ধ্বংসের নিষ্ঠুর লীলায়
বাড়ি উড়ছে গাড়ি উড়ছে,
পাতার মতো কতো বৃক্ষ উড়ছে;
উন্মত্ত ঝড়ো হাওয়ায় দুরন্ত ঘূর্ণি ঘুরছে।
উড়ন্ত
পাখি ঘুরছে
ঘূর্ণিবায়ুর তাণ্ডব নৃত্যে
গরু উড়ছে ছাগল উড়ছে,
গোলা ভরা কতো ফসল উড়ছে;
অতৃপ্ত বাসনা পূরণে দুরন্ত ঘূর্ণি ঘুরছে।
ঘুমন্ত
গ্রাম ঘুরছে
ভীত মানুষের আর্তনাদে
কান্না উড়ছে চিৎকার উড়ছে,
পথহারা কতো অভাগার মন উড়ছে;
আঘাতে আঘাতে ভাঙনের দুরন্ত ঘূর্ণি ঘুরছে।
জীবন্ত
প্রাণ ঘুরছে
প্রকৃতির চঞ্চল খেলায়
নবীন উড়ছে প্রবীণ উড়ছে,
তুষের মতো কতো মানুষ উড়ছে;
অবিরুদ্ধ মৃত্যুর খেলায় দুরন্ত ঘূর্ণি ঘুরছে।