তোমাকে
ভুলে থাকা
অতো সহজ নয়
কখনো যদি ভুলে যাই,
সবুজ ঘাসে ঝরবে না শিশির;
কাননে ফুটবে না কোন রক্তিম ফুল।
যদি
ভুলে যাই
দেখবে না প্রভাত
উঠবে না সূর্য দিগন্তে,
চারিদিকে চলবে যুদ্ধ যুদ্ধ খেলা;
সেনাবাহিনী ট্যাংক নিয়ে নেমে পড়বে রাজপথে।
যদি
ভুলে যাই
নীলিমা কাঁদবে অহর্নিশি
তলিয়ে যাবে শহরটা বর্ষণে,
গ্রাম ছাড়িয়ে ঢল নামবে সাগরে;
সাগর গ্রাস করে নিবে সমগ্র ধরাতল।
তোমাকে
ভুলে গেলে
থেমে যাবে সবকিছু
নামবে আঁধার মনুষ্য জীবনে,
সেটা কখনোই চাইবে না তুমি;
তবে কেন ভুলে যেতে বলো তোমাকে?