আকাশ
নিবে তুমি
অবিরাম বর্ষণ ধারায়
বক্ষের অন্দরে শূন্যতার হাহাকারে,
সীমাহীন একটা মেঘলা আকাশ আছে;
নীলাভ কষ্টের সেই আকাশ নিবে আকাশ।

পাহাড়
নিবে তুমি
অবিরাম ঝরনা ধারায়
অন্তর গহিনে নিঃসঙ্গতার আঁধারে,
স্পর্শহীন একটা কষ্টের পাহাড় আছে;
জমানো কষ্টের সেই পাহাড় নিবে পাহাড়।

সমুদ্র
নিবে তুমি
অবিরাম ঢেউয়ের ধারায়
মনের মাঝে নির্জনতার দোলায়,
অর্থহীন একটা উত্তাল সমুদ্র আছে;
নিরন্তর কষ্টের সেই সমুদ্র নিবে সমুদ্র।

হৃদয়
নিবে তুমি
অবিরাম বহ্নি ধারায়
চিত্তের কুটিরে নিরাশার দহনে,
লাগামহীন একটা দগ্ধ হৃদয় আছে;
অনির্বচনীয় কষ্টের সেই হৃদয় নিবে হৃদয়।