বিজনে
একদিন দুজনে
প্রণয়ের স্বপ্ন বুননে
শহর পেরিয়ে সুদূর কাশবনে,
সবুজ ঘাসে বসেছিলে তুমি আনমনে;
আমি বিস্ময়ে তাকিয়েছিলাম তোমার মায়াবী আননে।

আবেদনে
বিহঙ্গের গুঞ্জনে
শ্রাবণের হিমেল পবনে
তোমার অলক উড়েছে মনোরঞ্জনে,
নিমগ্ন নিখিল হৃদয় প্রণয়ের নিবেশনে;
অনন্ত নক্ষত্রে হারিয়েছি দুজন গভীর মিলনে।

গগনে
মেঘের গর্জনে
মৃত্তিকায় বাদলের মিলনে
লুকোচুরি খেলেছি আপন মনে,
দুলেছে কাশবন তুমি ছুটেছো গহনে;
অজানা সুখে আমিও তোমার পিছনে পিছনে।

যতনে
বাহুর বন্ধনে
জড়িয়ে নিবিড় আলিঙ্গনে
কপোল ছুঁয়ে অধরের চুম্বনে,
শিহরিত দুটি প্রাণের উষ্ণ স্পন্দনে;
থেমেছে শ্রাবণের বর্ষণ রংধনুর শুভ আগমনে।