কবি ভাবনা
----------
সবুজ বনানীর গাছে গাছে যেমন প্রস্ফুটিত হয় হরেক রঙের ফুল, তেমনি কবির অন্তর গহিনের বৃক্ষে প্রস্ফুটিত হয় হরেক রকমের কাব্য। যেটা কবি নিরন্তর ছুটে চলা অষ্টপ্রহর ধরে অন্তরে ধারণ করেন এবং লালন করেন। সেখান থেকেই সৃষ্টি করেন মহা কাব্যের।
এখানে হরেক রকম মানুষের ভালোবাসার হরেক রকম রঙ ও রূপ। ভালোবাসা কখনো শিল্পীর তুলিতে আঁকা জল রঙের ছবি, কখনো অশ্রু সিক্ত রমণীর প্রতীক্ষার প্রহর, কখনো কর্দমাক্ত মাটির সুগন্ধ, মনুষ্যত্বের ফসলে ভরা উর্বর সবুজ তেপান্তর।
কবি মুক্তিযুদ্ধ দেখেননি কিন্তু যখন দেখেন মুক্তিযোদ্ধারা ভিক্ষার ঝুলি নিয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছে, তখন কবি সাম্যের খোঁজে পথ চলেন। সাম্য কবিকে ধরা দেয় না, তবুও চলেন। যখন এই দেশের রাজনীতি ও সমাজ ব্যবস্থাকে দিনে দিনে অসুস্থতার বেড়াজালে বন্দি হতে দেখেন, তখন কবি কবিতার মাঝে বিদ্রোহের ঝড় তুলেন।
এইসব কিছুর সম্মিলনেই কবির এই “প্রেম, বিদ্রোহ, স্বাধীনতার” কাব্য গ্রন্থ।
প্রকাশিত কাব্যগ্রন্থ সমূহ
----------------------
কাব্যগ্রন্থঃ প্রহর কাটে নীলকণ্ঠের ভালোবাসায়
কবিঃ এ কে দাস মৃদুল
প্রকাশকঃ মাজেদুল হাসান, জয়তী পাবলিকেশন
প্রচ্ছদ শিল্পীঃ চারু পিন্টু
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা '২০১৩
কাব্যগ্রন্থঃ হৃদয়ের অন্তরীক্ষে নৃত্যময়ী
কবিঃ এ কে দাস মৃদুল
প্রকাশকঃ আতিক রহমান, প্রিয় প্রকাশ
প্রচ্ছদ শিল্পীঃ এ কে দাস মৃদুল
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা '২০১৫
কবি পরিচিতি
------------
জন্ম (২০শে আগস্ট ১৯৭৪) বাংলাদেশের ঢাকা জেলার রাজারবাগে। তিনি ঢাকার স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্সে এমবিএ এবং ঢাকার নিউ হরাইজন্স কম্পিউটার লার্নিং সেন্টার থেকে ই-কমার্সে ডিপ্লোমা করেন। বর্তমানে তিনি এশিয়া প্যাসিফিক টেক্সট্রেড লিমিটেডে একাউন্টস এবং কমার্শিয়াল ডেপুটি জেনারেল ম্যানেজার পদে কর্মরত আছেন এবং পরিবারের সাথে ঢাকার মাদারটেক এলাকায় বসবাস করছেন। লেখালেখির জীবন শুরু করেন স্কুলের দেয়ালিকায় লেখা প্রকাশের মধ্য দিয়ে। এখন তিনি সিঁড়ি, ছন্দাক্ষর, ছন্দারোহণী ও ছন্দামৃত চারটি স্বতন্ত্র পদ্ধতিতে কবিতা লিখছেন এবং পাঠক সমাদৃতও হয়েছেন। ২০১৩ সালের গ্রন্থমেলায় প্রথম কাব্যগ্রন্থ "প্রহর কাটে নীলকণ্ঠের ভালোবাসায়" প্রকাশিত হয় জয়তী পাবলিকেশন থেকে এবং ২০১৫ সালের গ্রন্থমেলায় দ্বিতীয় কাব্যগ্রন্থ সম্পূর্ণ সিঁড়ি পদ্ধতিতে "হৃদয়ের অন্তরীক্ষে নৃত্যময়ী" কাব্যগ্রন্থ প্রকাশিত হয় প্রিয় প্রকাশ থেকে। ২০১৪ সালে তিনি তাঁর বাংলা কবিতার ইংরেজি ভার্সন করে আমেরিকার পোয়েট্রি সুপ ডট কম এর কবিতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম পুরষ্কার গ্লোরি সম্মাননায় ভূষিত হন।
প্রয়োজনীয় তথ্যসমূহের লিঙ্ক
--------------------------
অফিসিয়াল ওয়েবসাইটঃ www.akdasmridul.com
আন্তর্জাতিক পুরষ্কারঃ www.poetrysoup.com/poetry/contests/the_lazy_contest_6048
কাব্যগ্রন্থের প্রাপ্তিস্থানঃ https://www.rokomari.com/book/author/20632/একে-দাস-মৃদুল
ফেসবুক আইডিঃ https://www.facebook.com/ak.mridul
ফেসবুক পেইজঃ https://www.facebook.com/akdasmridul
টুইটার পেইজঃ https://twitter.com/akdasmridul
গুগুল+ পেইজঃ https://plus.google.com/+Akdasmridulofficial
বাংলা কবিতাঃ http://www.bangla-kobita.com/akdasmridul
পোয়েট্রি সুপঃ www.poetrysoup.com/poems_poets/poems_by_poet.aspx?ID=59088
পয়েম হান্টারঃ http://www.poemhunter.com/a-k-das-mridul
অল পোয়েট্রিঃ https://allpoetry.com/A_k_das_mridul
বিঃ দ্রঃ ভুল ত্রুটি মার্জনীয় এবং বাংলা কবিতা পরিবারের সকল কলাকুশলীকে অসংখ্য ধন্যবাদ, আমাদের জন্য এমন একটি কবিতার ডাটাবেজ উন্মুক্ত করে দেয়ার জন্য।