হৃদয় যদি আনচান করে বসন্তের শূন্যতায়
এসো তবে বৈশাখীর মেলায়
গাছে গাছে নতুন পল্লবের শীতল ছায়ায়
পথে পথে ভালোবাসবো তোমায়
মৃদঙ্গের তালে মিশে যাবো মঙ্গল শোভাযাত্রায়
মনুষ্য প্রেমের মিলন মোহনায়।
তুমি চলে এসো নববর্ষের প্রথম বেলায়
দু’হাতে পরা রেশমিচুড়ির শোভায়
লাল পাড়ের সফেদ শাড়ি জড়িয়ে কায়ায়
রাঙিয়ে ললাট টিপের আভায়
পাঞ্জাবি পরনে আমি থাকবো তোমার প্রতীক্ষায়
তুমি ডেকে নিও আমায়।
বাঙালির ঐতিহ্য পান্তা-ইলিশের ভরা খোরায়
পঞ্চাঙ্গুলি ডুবিয়ে খাবো মুগ্ধতায়
ঢোল-ডুগডুগির বাউল সঙ্গীতের সমাপিত সন্ধ্যায়
ফিরবো দু’জন আপন কুলায়
পুরাতনকে ধুয়ে-মুছে নিবো নতুনের বার্তায়
শুভ নববর্ষের হৃদ্য ভালোবাসায়।