মানব জীবন তোমায় ভালোবেসেই কাটিয়ে দেবো,
শিশুর মতো তোমার কোলে বসত গড়বো,
শুয়ে থেকে চাঁদের দেশের গল্প শুনবো,
তোমার হাতের কোমল স্পর্শে ঘুমিয়ে যাবো।
বৃষ্টি ভেজা বর্ষা রাতে তোমার মনের সঙ্গী হবো,
জড়িয়ে ধরে মেঘের দেশের গান শুনবো,
তোমার অধরের বৃষ্টির ফোঁটা শুষে নেবো,
বুকের মাঝে কান পেতে হৃদয় ছুঁবো।
একটা জীবন তোমায় নিয়েই পাড়ি দেবো,
মনের মতো যুগল প্রেমের বাগান করবো,
চাঁদের আলোয় সেথায় বসে যাদুর বাঁশির সুর শুনাবো,
তোমার বুকে মাথা রেখে হাসনাহেনার সুবাস নেবো।
শিশির ঝরা শীতের ভোরে তোমার পথের সঙ্গী হবো,
হৃদয় দুয়ারে রং মেখে পথে পথে ভালবাসবো,
তোমার মনে প্রাকৃতিক সৌন্দর্যের ছন্দ হবো,
কোমল হাতে সূর্যের ঘাম মুছে দেবো।
মানব জীবন তোমায় নিয়েই সংসার সাজাবো,
স্বর্গের মতো ভালোবাসার রাজ্য গড়বো,
রাজা হয়ে তোমার মাথায় মুকুট দেবো,
আঁধার রাতে জ্যোৎস্না হয়ে তোমার শরীর ছুঁয়ে যাবো।
সাগর দোলায় পূর্ণিমা রাতে তোমার মনের ঢেউ হবো,
জল জ্যোৎস্নায় তোমার হৃদয়ে সাঁতার কাটবো,
তোমার মনের অস্থিরতায় শীতল কোমল স্পর্শ দেবো,
হৃদয় মাঝে জ্যোৎস্না মেখে তোমার রূপের গন্ধ নেবো।
একটা জীবন তোমায় নিয়েই পাড়ি দেবো।