যদি
সন্ধ্যার মেঘ
বিষাদী করে মন
বর্ষণের জলে ভিজে নিও,
জন্মভূমি জয়ের নির্মল আনন্দ নিয়ে;
আমি আসবো আননে তোমার হাসি ফোটাতে।

যদি
গুলির শব্দে
কম্পিত করে হৃদয়
পায়রাগুলো উড়িয়ে দিও আকাশে,
বক্ষের অন্দরে স্বাধীনতার উন্মাদনা নিয়ে;
আমি আসবো রক্তিম সবুজের কেতন উড়িয়ে।

যদি
গভীর নিশীথে
শূন্যতায় ভরে মন
যুগল হাতে শিশির মেখো,
চুপিসারে সুর লহরীর ছন্দের তালে;
আমি আসবো অন্তর গহিনে মৃদঙ্গ বাজাতে।

যদি
অজানা আশঙ্কায়
বিচলিত করে হৃদয়
ফজরের নামাজ পড়ে নিও,
যুদ্ধের ঐ নরপশুদের পরাস্ত করে;
আমি আসবো নতুন একটি ভূখণ্ড নিয়ে।