তুমি যতটুকুই দাও লিখে রাখবো কবিতাতে
জীবনের পথে আসা-যাওয়াতে
নিবিড় যতনে সাজিয়ে রাখবো প্রণয়ের মোহনাতে
তুমি স্বপ্নগুলো পারো সাজাতে
কখনো যদি হারিয়েও যায় সবই আঘাতে
তবুও থাকবো তোমারই ধরাতে।
যদি জ্যোৎস্নাময়ী হয়ে আসো কোনো মধ্যরাতে
আমাকে পরিপূর্ণ মানব বানাতে
বিলিয়ে দিবো সবটুকু আদর মাখা ছোঁয়াতে
নিবিড় প্রণয়ের প্রজ্বলিত উল্কাপাতে
যেভাবে কাশফুল স্নিগ্ধতায় দোলা দেয় হাওয়াতে
তেমনই দুলবো তোমারই দোলাতে।
সবটুকু চাইনি আমি যতটুকুই রাখো হিয়াতে
সুগন্ধবহতায় কুসুমকলি ফুটবে প্রভাতে
নীলাকাশের হিমশীতল শিশির ছুঁয়ে যাবে বাগিচাতে
যুগলবন্দি হাঁটবো সেদিন দু’জনাতে
চলতে চলতে এভাবেই যাবো জীবনের শেষবেলাতে
হাত রেখে তোমারই হাতে।