ইচ্ছে করে রাজা হতে,
যদি রাজা হতাম,
আমার রাজ্যের বর্ষ শুরু হতো বঙ্গাব্দে,
শুধু গণিতেই হতো তারিখ গণনা,
আমি বদলে দিতাম বর্ষপঞ্জির ভিনদেশি লেখাগুলো,
প্রতিটি পাতায় বসিয়ে দিতাম বৈশাখ থেকে চৈত্র,
মনের মাধুরী মিশিয়ে সাজিয়ে নিতাম আমার ভাষা,
সাজিয়ে দিতাম ষড়ঋতুর মধুর বারোটি মাস।
ইচ্ছে করে রাজা হতে,
যদি রাজা হতাম,
আমার রাজ্যের শিক্ষা ব্যবস্থা হতো শুধুই বাংলাতে,
বাংলাতেই হতো দেশের সর্বস্তরের কারুকাজ,
আমি মুছে দিতাম কর্মস্থলের দেয়ালে টানানো ভিনদেশি শব্দগুলো,
প্রতিটি বিজ্ঞাপনে লিপিবদ্ধ করে দিতাম আমার প্রাণের ভাষা,
যে ভাষার জন্য রক্ত ঝরেছিলো বাহান্নতে,
সেই ভাষা সাজিয়ে নিতাম হৃদয়ের সমস্ত মাধুরী দিয়ে।