আমার লেখা সম্পূর্ণ সিঁড়ি পদ্ধতির কাব্যগ্রন্থ “হৃদয়ের অন্তরীক্ষে নৃত্যময়ী” কাব্যগ্রন্থটি “প্রিয় প্রকাশ সাহিত্য ও সাংস্কৃতিক একাডেমি” এর পক্ষ থেকে শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ হিসাবে আমাকে পুরস্কার প্রদান করেছেন গতকাল ০৯/০৯/২০২২ইং তারিখে বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে। আমি তাঁদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি... <3
অনুষ্ঠানটির প্রধান অতিথি ছিলেন জনপ্রিয় কথাসাহিত্যিক আনিসুল হক, বিশেষ অতিথি ছিলেন জনপ্রিয় কবি আবু ফজল নূর, সভাপতি ছিলেন জনপ্রিয় কবি রহীম শাহ্... <3
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জনপ্রিয় ছড়াকার আতিক রহমান... <3