কোথায়
অনন্ত সুখ
বুঝব তা কেমনে
কখনোই দেয়নি ধরা যতনে,
বক্ষের অর্ণবে ভেসে উঠেনি গোপনে;
দেখতেও পাইনি তারে সহস্র নিশির স্বপনে।
কতোটা
দুঃখ পেরুলে
সুখ পাওয়া যায়
কষ্ট মাখা বক্ষের আঙিনায়,
অবিরত জ্বলে দগ্ধ বিষাদের গায়;
কতদিন মানুষ বাঁচে বন্দি যুগল পায়?
কোথায়
অনন্ত প্রেম
খুঁজেছি সর্ব ভাগে
কখনোই আসেনি অন্ধ অনুরাগে,
হৃদয়ের পুষ্প কানন রাঙেনি পরাগে;
খুঁজেও পাইনি তারে ধরণীর মনুষ্য বিরাগে।
কতোটা
শূন্যতা পেরুলে
ভালবাসা পাওয়া যায়
কষ্ট ঝরা বক্ষের নীলিমায়,
শূন্যতারা গুমরে কাঁদে নিঠুর যন্ত্রণায়;
কতদিন মানুষ বাঁচে হৃদয়ে জমিয়ে দায়?