কিছু
স্বপ্ন সঙ্গোপনে
জমিয়ে রেখেছি হৃদয়ে
এসো কোন চঞ্চল বর্ষায়,
স্বপ্নের রঙ বদলে দেবো বাস্তবতায়;
প্রহর শেষের আকাশ ভাঙা ভেজা বর্ষায়।

কিছু
আশা নীরবে
বেঁধে রেখেছি পাঁজরে
যদি আসো কোন বর্ষায়,
আশার রঙ ছড়িয়ে দেবো ধরায়;
বর্ষণ মুখর শীতল জলের ভেজা বর্ষায়।

কিছু
কাব্য রচিয়াছি
মনের মাধুরী মিশিয়ে
যদি আসো আগামীর বর্ষায়,
কাব্যের রঙ রাঙাবো আবৃতির মূর্ছনায়;
উন্মীলনে আকুলিত বর্ষণ ধারার ভেজা বর্ষায়।

কিছু
ভালবাসা সযত্নে
তুলে রেখেছি অন্তরে
জানি আসবে এক বর্ষায়,
ভালবাসার রঙ বিলিয়ে দেবো উষ্ণতায়;
আলিঙ্গনে জড়িয়ে রাখবো প্রণয়েরই ভেজা বর্ষায়।