নিজেকে
লুকিয়ে রাখি
ক্যাঙ্গারু শাবকের মতো
অথচ অনেকটা তেল আছে,
তেলের দামে প্রতিভা কুড়াতে চাইনি;
অসীম শূন্যতায় তাই নিজেকে লুকিয়ে রাখি।

সবই
যাচ্ছে চলে
অযোগ্য লোকের দখলে
তেলের জলে সৃষ্ট প্রতিভারা,
ফরমালিন মিশ্রণের মতোই চকচক করে;
মানবতা ধূসরিমায় বিলীন হয়ে যায় অন্ধকারে।

আপোষ
করিনি বলে
বিকশিত হয়নি প্রতিভার
অযাচিত দারিদ্রে হয়েছি মহান,
তেলের জলে মিশ্রণে ওরা একাকার;
আমি পারিনি বলেই নিজেকে লুকিয়ে রাখি।

মূল্য
দিয়েও স্থান
দখলে নিতে হয়
যারা বলেন ভুল বলেন,
প্রতিভার মূল্যায়ন হয় না যেখানে;
সত্যিকার প্রতিভার বিকাশও হয় না সেখানে।