বক্ষের
রক্তাক্ত প্রান্তরে
নীলাভ কষ্টের স্রোতে
তলিয়ে যাচ্ছে অস্থিরতার সময়,
নীড় হারা পাখি সীমাহীন আকাশে;
নিরন্তর ছুটে চলছে অজানা অনিশ্চয়তার পথে।

মনুষ্যত্ব
জাগ্রত করেনি
পাষাণ বুকের অন্দরে
নির্লিপ্ত চেয়ে দেখেছে জনতা,
নির্লজ্জ উৎপীড়নে নিশ্চল করেছে প্রাণ;
জ্বালিয়ে পুড়িয়ে করেছে ধ্বংস যজ্ঞের শ্মশান।

বাঁচেনি
সাধনার ধন
নারীর অমূল্য সম্ভ্রম
যুদ্ধের নয় স্বাধীন দেশে,
বিবর্ণ হয়েছে মানবতা হয়েছে রক্তক্ষরণ;
রেহাই পায়নি পাপীর অগ্নিশিখায় প্রতিমার চরণ।

জন্মানোই
জন্মান্তরের অভিশাপ
রক্তপিপাসুর উলঙ্গ পরিহাস
রাষ্ট্রও পায়নি সাক্ষীর অবকাশ,
নীরব সাক্ষী বহন করেছে নীলাকাশ;
আর নিস্তব্ধ পল্লীর আঁকাবাঁকা মেঠো পথ।