আজ তোমায় অন্য নামে ডাকবো,
তোমার কোলে মাথা রেখে
কোমল হাতে কপোল ছুঁবো,
রাগ করো না-
শীতল হৃদয়ে বহিয়ে দেবো উষ্ণতা,
তবুও তুমি থাকো কাছে।
তুমি আছো বলেই
টলমলে দীঘির জলে পদ্ম ফোটে,
উদয়ের রক্তিম আভায়
ভোরের আকাশে সূর্য উঠে,
গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে
মায়ের কোলে শিশু কাঁদে।
তুমি আছো বলেই
পাহাড় বেয়ে ঝরণা নামে,
দূর গাঁয়ের সাঁওতাল মেয়ে
ঝিনুকের বুকে মুক্তা খুঁজে,
স্বপ্নে বিভোর প্রেমিক প্রেমিকা
নতুন করে বসত গড়ে।
তুমি আছো বলেই
বসন্ত বেলায় কোকিল ডাকে,
চারিদিকে জ্যোৎস্না ছড়িয়ে
রাতের আকাশে চাঁদ উঠে,
সকল আশার প্রদীপ জ্বেলে
মনের মাঝে চেতনা জাগে।
শুধু তুমি আছো বলেই
আকাশ বেয়ে বৃষ্টি নামে,
তেপান্তরের মাঠ পেড়িয়ে
মৌমাছিরা ফুলে ফুলে মধু খুঁজে,
চোখের তারায় স্বপ্ন নিয়ে
মানুষ আজো ভালোবাসে।