আমি
বড্ড একা
অসীম শূন্যতার আঁধারে
কষ্টেরা জমাট বাঁধে পাথরে,
দ্রোহের দহনে পোড়ে আমার হৃদয়;
নিরন্তর ছুটন্ত অষ্টপ্রহরে আমি বড্ড একা।

ফেরারি
কিছু ব্যথা
খুঁজি যার মর্মকথা
পাইনি এখনো আছি সন্ধানে,
জন্মাবধি বুকে নিয়ে একই যন্ত্রণা;
বিরামহীন কষ্টের আদরে আমি বড্ড একা।

অগোছালো
জীবনের বেদনা
সময় নিয়েছে মেনে
অশ্রু জমে বরফ নীরবতা,
অন্ধই বুঝে অন্ধত্বের কতো জ্বালা;
গোছানোর ব্যর্থ প্রয়াসে আমি বড্ড একা।

অনন্ত
বিষাদের ছায়ায়
যতোটা ছিলো বেদনার
ভুলতে পারিনি কিছুই তার,
তবুও নিশ্চুপ কতো নিশির শয়নে;
ফেরারি স্মৃতির ক্রন্দনে আমি বড্ড একা।