দেশের মাটি খুঁড়লে পরে
সোনা ফলে ভুরে ভুরে।
না খেয়েও থাকলে পরে
দেখে না তা ঘুরে ফিরে।

চা দোকানে আড্ডাবাজি
করে সকাল দুপুর সাঁঝি।
হয়ে পর সমালোচনায় ব্যস্ত
যেন মহান মানব আস্ত।

বনে আবার কেউ নেতা
থাকলেও গায়ে ছেঁড়া কাঁথা।
করে অনেক বিচার আচার
পক্ষ নিয়ে পকেট ভরবার।

কারো বা হলে একটু মতি
ভাবে হবে কোটিপতি।

আকাশ বাতাস নদী পেড়ে
ছুটতে চায় বিদেশ ভুমে
জনক জননী খুশির তোড়ে
দেয় বাবুর কপাল ছুমে।

হাজার মাইল পাড়ি দিয়ে
করে শত শত শ্রম
মাথার ঘাম ফেলতে পায়ে
করে নাকো কোন ভ্রম।

লেবারির পর ফিরলে বাড়ি
থাকে কিছু টাকা কড়ি।
চলতে ফিরতে পায়ভারো
মানতে চায় না তাই কারো।

সোনার বাংলার রুপার মানুষ
মানের তার নেইকো শেষ।
চলে সদায় হাঁকিয়ে
এদিক ওদিক চোখ পাকিয়ে।
কতো যে ক্ষমতা ক্ষতমা
বিরোধীকে করবে তামা।
ক্ষতমার যেন নাইকো শেষ
একটু বিরোধেই করবে শেষ।

আহা বেশ বেশ
সোনার বাংলার রুপার মানুষ
হচ্ছে অনেক বেশ বেশ।

সোনা নয় রুপা নয় নয়কো বাবু শুধু হিরে  
বাবুর ছোঁয়ায় থাকলে পরে ভাগ্য যাবে ঘুরে।
ভাগ্য বিধাতা ভাগ্য পাল্টাতে করে যদি ফেল
বাবু দিবে মাথায় ঢেলে সৌভাগ্যের তেল।

তাইতো কেউ হয় বাবুর চামচা
খেতে একটু পান চা।
বিড়ির পাছে দিতে টান
ফুউ ফুউ করে শুক তান।