সবার সেরা বাংলা
-ফেরদৌস আহমেদ আকবর
বাংলা, আমার মায়ের ভাষা
মিটায় যে স্বাদ মিটায় আশা।
এই ভাষাতেই কাঁদি ও ভাই
এই ভাষাতেই শত সুখ মিটাই।
আমার ভাষাই সবার সেরা
মানে তা আজি বিশ্বজোড়া।
আমার ভাষারই রাখতে মান
দিয়েছে শহীদ অকাতরে প্রাণ।
মাতৃভাষার তরে দিয়ে প্রাণ
আজও শহীদরা চির অম্লান।
বছর পরে তাই একুশ এলে
ছেলে মেয়ে সব দলে দলে।
হিম হিম ভোরে খালি পায়ে
মিনার পাদ দেশে যায় গেয়ে।
নীরবে নিস্তব্দে একুশের গান
ফুলেল শ্রদ্ধায় করে ব্যাথিত বদন ------।