দীঘির পাড়ে তালের গাছ
দাডিয়ে সারি সারি
পাতায় পাতায় মনের সুখে
বাবুই বানায় বাডী।
সেই বাড়ীর ভিতর বাহির
জোনাক পোকা জ্বলে
ছানা পোনার মাঝে বসে
বাবুই গল্প বলে।
সারাদিন খাবার খোঁজে
উডে চলে সে
মাঝ আকাশে তাহার বাডী
করবে ক্ষতি কে?
কাক চিল সুযোগ বুঝে
দেয় বাসায় হানা
ছো মেরে নিয়ে যায়
তার অবুজ ছানা।
হঠাৎ এক দমকা হাওয়ায়
বাসা পড়ে খসে
মনের দু:খে বাবুই কাঁদে
পাতার উপর বসে।
তারপরও বাঁচে বাবুই
আবার বানাবে বাসা
ভুলে সকল দু:খ কষ্ট
নিয়ে বুকভরা আশা।