মিছে দুনিয়ার নিছক অবিরাম হলিখেলায়
চলছে রংয়ের ছড়াছড়ি মেলায় মেলায়।
সাজায়ে রঙ্গমঞ্চ দেখছেন প্রভু বসে নিরালায়
দীন হীন মানব মরছে নিত্য আজব বন্দীশালায়।
ধনে জনে বলীয়ান ঐশ্বর্য্যের অধিকারি
করছে সদায় রঙয়ের যত বাহাদুরি।
আমোদে প্রমোদে খুজে সুখ সুরা পানে
বুজেনা শ্রম-ঘামে অনুভূত জীবনের মানে।
দুখী মানব সৃষ্টির রহস্য শুধুই বিধি জানে
বাঁচার নিরন্তর লড়াই প্রত্যহ দুখীর মনে।
অনাহারে আনাদরে মরিছে নিত্য ব্রমালয়ে
কেউ আবার অনাবৃত হচ্ছে নিজ আলয়ে।
আত্বহুতি দুর্গতি চলছে চলুক শত দুর্ঘটনা
ক্ষুদার জ্বালায় জ্বলেও গৃহত্যাগে মানা।
রাজার যত নিয়ম নীতি দীন হীন তরে
না মানলে দিবে পুরে বন্ধ শ্রী ঘরে।
নিষ্ঠুর নিয়তি দিয়েছে চড়িয়ে নিষ্ঠুর রাজা
বেঁচে থাকাকেই ভাগ্য মনে করতে প্রজা।
স্বর্গ নরক সকলি ভ্রূকুটি দেখিয়ে
চলিছে পাপিষ্ঠ নির্দ্বিধায় হেলিয়ে দুলিয়ে।
চলিছে অকর্মের হিংশ্র শত দন্ত কেলিয়ে
শক্তি মত্তার ষ্টীম রোলার উল্লাসে চালিয়ে।
সাজানো রঙ্গমঞ্চে পাপিষ্ঠ নরাধম যত
করছে রংয়ের ছড়াছড়ি করছে উল্লাস রীতিমত।
পাপিষ্ঠ নরাধমের আস্ফালন শক্তি সাহস
করছে সততাকে আন্দোলিত করছে বেহুঁশ।
সৎ ভাবিছে অসৎ নরাধমের নিত্য আস্ফালন
বিধির লিখন নেই যে উপায় করবার খণ্ডন।
একনিষ্ঠ হয়ে যার যার চলিত স্রস্টার বন্দন
দিনে দিনে যেন হচ্ছে তার বিমুখ বধন।
রঙ্গমঞ্চে রংয়ের সকল ছড়াছড়ি
বন্ধে ফু দিতে, আর কতো দেরী।
সীমানা ছাড়িয়ে নরাধমের নিত্য আস্ফালন
অসীমে চলছে বেহাল্লাপনা আর উলম্পন