দুঃখ বেদনাগুলো পারে না করতে শেয়ার
অন্যের জবাব দিতে পারে না করতে হেয়ার
নিজে নিজের পারে না করতে কখনও কেয়ার
আদর্শ এ মনুষ্য সমাজে যে পায়না একটু ফেয়ার।

সদায় আপন জগতে আচ্ছন্ন হয়ে
কোন কথা না বলে চুপচাপ থাকে রয়ে
ক্ষুদা পেলে কেঁদে নিজ ভাষায় চলে কয়ে
আমারে দাও খাবার মাগো নিয়ে বুকে লয়ে।  

আমি যে খোদার খেয়ালে সৃষ্ট তোমার ধন
জগত সংসারের মাঝে প্রায় অপদার্থ নিষ্প্রাণ
এক হেতুবিহীন ভিন্ন ধাঁচের অকর্মা মানব নাদান
দূর দূর হয়েও বেঁচে আছি থাকছি থাকব সারাজীবন।

মলমুত্রে তোমায় করে চলেছি নোংরা
বুদ্ধিগুলো যে মোর আধা আধা নয় পুরা
কোন কিছুই বুঝিনা মাগো এমনকিও ইশারা
দুঃখ মোর বুঝিবার নেই গো মা কেহ, তুমি ছাড়া।

জগত সংসারে সবই মোর আজি ঝাপসা
চক্ষু মাথা কানের ক্ষতে তোমায় দেখা হয় দুরাশা
বলতে পারো মা কেন এ কু চেহারা নিয়ে এ ভুবনে আশা
কেনই বা ঠোঁট, তালু, হাতে, পায়ে মোর এতো এতো সমস্যা।

নিজেই নিজের মাঝে থাকতে হচ্ছে বন্ধী
কষ্ট ব্যাথা বেদনাগুলো সাথে করে নিত্য সন্ধি
কারো সাথে মোর নেই দ্বন্দ্ব নই কেউ মোর প্রতিদ্বন্ধী
তবুও তোমাদের এ সভ্য সমাজ নাম দিয়েছে মোর প্রতিবন্ধী

"সহমর্মিতার সংবেদন"