যদু মদু লেদু নামের কিছু পথ শিশু মোরা
খেয়ে না খেয়ে দিন মোদের হয় পার করা।
আমাদের মতো যদু মদু লেদু মফিজদের
বাবা নেই মা গেছেন হাত ধরে অন্যের।
বাবা মায়ের যেকেউ ফেলে গেছে পথ পাশে
মাকে ছেড়ে বাবা করেছে বিয়ে বদ নেশে।
জানি না পরিবার কি পরিবার কেমন ধরনের
কেমন জীবন হয় পরিবারে থাকা লোকদের।
পার্কের বেঞ্চি, ফুটপাতে ঘুমিয়ে দিন করি পার
দেখেও দেখে না কেউ রাস্তা করতে পারাপার।
অন্যদিকে দিকে তাকিয়ে কেউ ফেলে থুথু
কেউ আবার মাথার পাশে বসে করে মুতু।
নাক চেপে কেউ আমাদের পাশ দিয়ে যায়
কেউ আবার তাকিয়ে তাকিয়ে চোখ পাকায়।
কেউ বলে পাগল ছাগল কেউ বলে যাযাবর
কেউ দেয় না তুলে মোদের মুখে একটু খাবার।
পার্কে ঘুরতে এসে কত জন কত আনন্দ করে
আমাদের দিকে তাদের চোখ নাহি একটু ফেরে।
সুন্দর সুন্দর জামা পরা দেখি কতো ছেলে মেয়ে
বাবা-মায়ের সাথে থাকে আনন্দে নেচে গেয়ে।
ওদের দেখে কষ্টে ফেলে একটু দীর্ঘনিশ্বাস
কোথ্যেকে এসেছি মোরা কি মোদের আশ।
কোথায় চলেছি মোরা কোথায় মোদের ঠিকানা
এতো বড় দুনিয়ার কোথায় গন্তব্য নেই জানা।
যত ঝড় ঝঞ্চা মেঘ বৃষ্টি আর যত রৌদ্র তুফান
সবই আমাদের নিত্য সঙ্গী নিত্য দিনের মেহমান।
ওদের সাথে মিলন মোদের ওদের সাথে বাস
শাসনে সোহাগে মিটায় ওরা বাবা মায়ের আশ।
মোদের চোখে পানি এলে বৃষ্টি করে আড়াল
রোদ্র এসে শুকিয়ে মোদের করে প্রাণোচ্ছল।
ঝড়ের সাথে করতে হয় নিত্য কোলাকোলি
তুফান এলে শুধু চোখের একটু পানি ফেলি।
গাছের কোন ডালপালা কখন মাথায় পড়ে
বেঘোরে প্রাণ কি মোদের নিয়ে যাবে কেড়ে।