সাদা কালো মেঘের দল
দেখে বল্লুম, চল বন্ধু চল
মোর দেশে কৃষক মনা
করছে শুধু কান্না।

বলে বারংবার হায় হায়
ধান পানের হবে কি উপায়
মাঠ হল ফেটে চৌচির
কৃষাণে মন অস্থির।

বর্ষা পেরোল বৃষ্টি বিনে
তোদের ডাক শুনে শুনে
এ দু'হাজার বাইশ সাল
শুধুই বৃষ্টির আকাল।

শরৎ ভাই এলো বলে
মুচকি হেসে ধরনী তলে
কাশফুলে চেয়ে ফেলে
আয়না, একটু চলে।

ভিজে দিতে হিজল তল
নদীর ধারের সাজনা তল
কৃষক ভাইয়ের বীজতল
চোখ, রেখে কপাল।

বলল ওরা, বলিস কিরে!
তাই নাকি! যাহ্ শরৎ জুড়ে
দিব বৃষ্টি, দেখ ফেলে দৃষ্টি
হবেনা, অনাত সৃষ্টি।

এখন থেকেই বৃষ্টি হবে  
কাড়ি কাড়ি
নইলে তুই, মোদের সাথে
দিস আড়ি।

তারপর মেঘেরা সবে
করে সমাবেশ
শরতে দিল, বৃষ্টি অ--নেক
বেশ বেশ।


দুই হাজার বাইশ সাল
ইংরেজি বর্ষ
হলনা কৃষক, বৃষ্টির তরে
আর নিঃস্ব।