রোজার শেষে ঈদ এলে
আনন্দেরা পাখা মেলে
নতুন জামা কিনে নিতে
খুশিতে মন উঠে মেতে।

হৈ হৈ করে তাই ছুটে
যাই পাঠ গেলে টুটে
দেখি তখন আনমনে
আছে কেউ রিক্ত বদনে।

মিতা রিতার কেনা কাটা
হুলস্থূলে, নয় সাদামাটা
জরিনারা কেঁদে কেটে
গাল ফুলায় রাগে ফেটে।

উচু নিচুর ভেদাভেদ  
খুশির ঈদেও ধরায় ছেদ
এমন পৃথিবী চাই মোরা
ঈদে সবে হবে আত্নহারা।