দুয়ারে দাড়াইয়া দীন দুঃখী ভিখারী
ডাকিয়া চলিয়াছে করিয়া আহাজারী,
মাগো, মোরে, একটু খ্য়রাত দাও
দুই দিন দুই রাত খায়নি মোর ছাও।
কহিলেন গৃহকর্ত্রী আহত মনে,
ক্যামনে দরজা খুলি এইক্ষণে।
তিনবার হয়েছে গৃহে মোর চুরি
নিয়েছে জিনিসপত্র সব দরকারি।
আরও অ-নেক ডাকাতির খবর
দেখি পত্রিকা খুললেই দিনভর।
ভিখারী সেজে সুজে যদি এসে
মেরে ধরে রেখে যায় অবশেষে।
দরোজা খুলিব ভিক্ষা দিবার তরে
ডাকাত পাকড়াও করলে মোরে।
কিবা করিবার থাকবে তখন মোর
এশহরে না আপন কেহ সবে পর।
আপনার তরে ত্রস্ত ব্যস্ত থাকিবার
পার করে সময় সকলেই দিনভর।
দুয়ারে দাড়াইয়া দীন দুঃখী ভিখারী
কাঁদিয়া উঠিল কহিয়া আবার ই।
মাগো ধন দৌলতে ভরা এই দুনিয়া
তবুও ভিক্ষা করেই রয়েছি বাঁচিয়া।
খুদা লয়ে রাত্রী পরে জাগি প্রভাতে
তব চুরি ডাকাতি নেই মোর জাতে।
জীবন হইতেছে কোনমতেই পার
রতের চাকায় চলে এ দ্বার ও দ্বার।
একটু চেয়েও চিন্তে খাইয়া পরিয়া
সময় যাইতেছে কত কি দেখিয়া।
চলতে ফিরতে দেখেছি কতজনে,
গলাবধি রসনায় থেকেও ভোজনে।
দেখেনা ফিরিয়া ক্ষুদার্ত দীন হীনে
হিসেব কষে যে তথায় ক্ষণে ক্ষণে।
“বলীয়ান হইয়াও অগাধ ধনে জনে
সাধু সুফী সাজ ধরে চলনে বলনে।
আপন পর কিছু রাখেই না জ্ঞানে
পরধন লভে বুদ্ধি আঁটে সর্বক্ষণে।“
বলেনা কেউ তাদের চোর ডাকাত
আদব লেহাজে থাকে সবের মাত।
বুকের মধ্যি নিয়ে অতিব ভয় ভয়
ধনে বলে ক্ষমতা যে তার সর্বময়।
মাগো এথায় হেথায় সদা সর্বদায়
খোদার অবলোকন নয় কোথায়?
সব খানে থাকেন তিনি বিদ্যমান
ধম্মেবর্ণে সবে তার নিকট সমান।
চোর ডাকাত ভয় থেকে লুকায়ে
মাগো আজ মোরে দিলা ফিরায়ে
মনে রেখ, আঁধার ভরা এ দুনিয়ায়
রহিয়াছে সকলে খোদারই দয়ায়।