মিনার বয়ে ডাকে মুয়াজ্জিন
ফুঁকে মধুর আজান
দরদী গলায়
কুম কুম ইয়া হাবীবী হাবীবী
তরা করে উঠ সবি
ছেড়ে আলয়।
শ্রুতি মধুর বিদীর্ণ সকল সুর
বেজে উঠে দূর দূর
দিগন্ত পেরে
মুসলমান কতো নামাজী ভাই
পড়েমরে উঠে তাই
বিছানা ছেড়ে।
আলসেমিতে জড়ে নেয় কুশন
পেতে ভুলে সুখন
উঠে না তরায়
আয়েশে শ্বাস ফেলে বারে বার
কতো জনে আবার
মগ্ন হয় নিদ্রায়।
রাত্রির শেষে আঁধারের কালো
ঠিকরে পড়ে আলো
দিকে দিকে
কিচিরমিচির শব্দে পাখিরা সব
করে উঠে কলরব
ঝাঁকে ঝাঁকে।
নিজ বোলে ডেকে বারে বার
সুধায় পর পর পর
ওহে মানব সব
নিদিবে তোমরা আর কতো
সময় বয় নিজ মতো
এবার ডাক রব।