প্রদীপ সেতো জ্বলে আলোয় ভরিয়ে দেয় সকলের তরে
জ্বলে জ্বলে নি:শ্বেষ হয় সে নিকষ কালো রাত্রির জুড়ে।
দিবাকর বিকিরনে উল্লোসিত মানব রাখেনা মনে তারে
দু;সময় যে ছিলো উজাড় করে একে একে পরের তরে।
জগত জুড়িয়া রহিয়াছে এমনি মানবরুপী জোতিরকণা
পর হিতে ছড়ায়ে দ্যুতি অলক্ষে সবার পূর্ন করে বাসনা।
অতি ক্ষুদ্র মনে করে নিজেরে লয়ে সদা থাকে আনমনা
নিঠুর দুনিয়া খুজেও দেখেনা কে সে কি তার ঠিকানা।
হায়রে মানব এই তোর বিবেক এই তোর বিবেচনা
দেখ্ নিজ আদালতে নিজকে ক্ষমা করতে পারিস কিনা।
চোখ বুঝে ভেবে দেখ্ দেখরে তুই একটুখানি মনা
জগতে থাকবেনা কেউ হয়ে অমর যতই করুক সাধনা।
মানবে মানবে এখানেই তৈরী হয় হয়রে তফাৎ
অমানবিক হিংস্রতা মানবের মাঝে মিশে হয় একসাথ।
গুমরে কেঁদে বলে বিশ্ব বিবেক এনে করুন সুরের বার্তা
পশুর হিংস্রতা দেখিনি আমি দেখেছি মানবের হিংস্রতা।
হিংস্র-বিস্ত্রী নখ-দন্তের সম্মিলনে হিংস্ররা দিয়ে কামড় বিষাক্ত
র্দুবল, অসহায়ের টুটি টেনে সদা যত পারে করে রক্তাক্ত।