আহা কি সুখ কি সুখ কি সুখ
সবাই কতো শান্ত
কোথাও কোন রা নেই, কুলুপ আঁটা মুখ
চলছে দারুন গণতন্ত্র।
রা নেই রু নেই, নেই কোন ফিসফাস
রাজার বিরুদ্ধে কথা বলবে, কার এত সাহস?
আন্দোলন করবে মিছিল করবে
করবে মিটিং ফিটিং!
ঘাড়ের মাথা গড়ে পড়বে
হয়ে কাটিং কুটিং বিটিং।
ঠাস নেই ঠুস নেই, নেই গুলি এখন আর
চলছে দেশে সুখ শান্তির সমাহার।
দুর্ঘটনা দুর্গতি হোক যত মহামারী
করেননা কেউ আর একটু আহাজারী।
করোনা আতংক থাকুক যত ঘরে ঘরে
কাঁদেন না কেউ আর রিলিফের তরে।
খয়রাত দিয়ে রিলিফ দিয়ে ছবি উঠায় ক্যামেরাম্যান
দাঁত কেলিয়ে সেই ছবি আবার ফেইসবুকে দেন।
না খেয়ে উনো খেয়ে থাকছেন লোক ঘরে ঘরে
যান না তবু রিলিফ আর ফটোসেশন তরে।
লকডাউনে বেকার হলেও আছে আত্বসম্মান?
দেন না করতে তাই কারো অপমান।
আহা কি সুখ কি সুখ কি সুখ
সবাই কতো শান্ত
দোয়া পড়ছে কালাম পড়ছে দূর করতে দুখ
হয়ে সবে দিশেহারা আর উদ্ভ্রান্ত।
রচনাকাল-২৩/৭/২০২০ইং
৮ ই শ্রাবন, ১৪২৭