শিশুর মতো সরল মনে,
ভাবনাগুলো ভাবতে পারো।
ভাবনাগুলো স্থির হলে,
রাজনীতিবিদ হতে পারো।
গাঁধার মতো সংসারের সব,
কর্মগুলো করতে পারো।
কর্মগুলো কষ্ট দিলে,
মায়ের মতো হাসতে পারো।
নদীর মতো তীব্র বেগে,
আপন পথে চলতে পারো।
চলার পথে ব্যাঘাত হলে,
বাঁকের মতো বাঁকতে পারো।
চারিপাশে ঘটছে যাহা,
গভীরভাবে দেখতে পারো।
দেখছো যাহা বেঠিক হলে,
কবির মতো লিখতে পারো।
করার আরো কত কি আছে,
চিন্তা করে দেখতে পারো।
কোনো কিছু করতে হলে,
মন কি বলে শুনতে পারো।
০৩.০৫.২০১৮; বিকাল ৪:১৪